Image description

খ্যাতিমান শিশুসাহিত্যিক, আলোর পাতা সম্পাদক, প্রাবন্ধিক, কলামিস্ট এমরান চৌধুরী আর নেই। তিনি শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।

তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। চন্দনাইশের পূর্ব কেশুয়ার গ্রামে জন্মেছিলেন তিনি। দীর্ঘ সাহিত্যজীবনে ছড়া, কিশোর কবিতা, গল্প ও জীবনীসহ বহু গ্রন্থ রচনা করেন এমরান চৌধুরী। বিভাগীয় পাবলিক লাইব্রেরি পুরস্কার ও চট্টগ্রাম সিটি করপোরেশন সাহিত্য পুরস্কারসহ পেয়েছেন একাধিক সম্মাননা।

এমরান চৌধুরীর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর সাবেক সচিব কবি,নাট্যজন অভীক ওসমান এর অনুজ এবং নারীনেত্রী ও প্রকাশক রেহেনা চৌধুরীর আপন বড়ভাই।