Image description

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল, তা আসছে না। এর ফলে তার বিদেশ যাত্রা আপাতত পিছিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষায়িত এই এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের সময় নির্ধারিত ছিল এবং অনুমোদনও পাওয়া গিয়েছিল। তবে শেষ মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ সেই অনুমতির আবেদন বাতিলের অনুরোধ জানিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য প্রথমে কাতার সরকারের একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। তবে সেটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কাতার সরকারের উদ্যোগেই বিকল্প ব্যবস্থা হিসেবে জার্মানি থেকে এই চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়ার প্রক্রিয়া চলছে।