বরগুনা আমতলীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় অনুদান বিতরণ
বরগুনার আমতলী উপজেলায় সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের আর্থিক অনুদান ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমের সামনে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওসার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল আমিন, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজারের কামাল হোসেন, আমতলী সাংবাদিক ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব মিয়া, আল—আমিন বাবু, ইমরান হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কর্মসূচির আওতায় দুইজনকে পুনর্বাসনের জন্য প্রতি জনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার মুদি ও মোনোহারি পণ্যের মালামাল প্রদান করা হয়।
এ ছাড়া পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় মোট ৯ জনকে ৪ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এর মধ্যে চারজনকে ৫০ হাজার টাকা করে এবং পাঁচজনকে ৪০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
উপকারভোগীদের মধ্যে একজন আবেগাপ্লুত হয়ে বলেন আজ দোকান চালানোর মালামাল পেয়ে নতুন জীবন শুরু করার আশা পেলাম সরকার আর সমাজসেবা অফিস আমাদের পাশে দাঁড়িয়েছে—এটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। এখন নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করব।
সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওসার বলেন আজ যারা অনুদান পাচ্ছেন, তারা যেন এই সহায়তাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।
তিনি আরও জানান, শুধু সহায়তা নয়, উপকারভোগীদের নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়া হবে।




Comments