Image description

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সরকারী কর্মকর্তা ও সুধীজনের সাথে কিশোরগঞ্জের নবাগত  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেব খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম শাহীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম’র সম্পাদক নজরুল ইসলাম সাগর, জামাতে ইসলাম অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, হেফাজতে ইসলামের সভাপতি কেফায়েত উল্লাহ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক তাফসীর খান প্রমুখ। 

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সম্ভাবনাময় পর্যটন শিল্প নিয়ে বিভিন্ন সমস্যা ও এর সমাধানে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন। 

প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা তার বক্তব্যে সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপজেলার সকল দফতরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।