Image description

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সম্প্রতি ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজিং) নিয়ে তার খোলামেলা মতামত শেয়ার করেছেন। তার মতে এটি এমন একটি সিদ্ধান্ত যা অনেক নারীই ত্রিশের কোঠায় পৌঁছে ভাবতে শুরু করেন। 

৩৩ বছর বয়সি এই অভিনেত্রী জানান, তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণের কথা গুরুত্বসহকারে বিবেচনা করছেন। সেই সঙ্গে এ সিদ্ধান্তে প্রভাব ফেলছে এমন বিভিন্ন বিষয় তিনি ব্যাখ্যা করেন।

আরেক অভিনেত্রী হুমা কুরেশির ইউটিউব চ্যানেলে দেওয়া এক কথোপকথনে রিয়া বলেন-‘আমার বয়স এখন ৩৩, আর আমি সম্প্রতি ডিম্বাণু সংরক্ষণের জন্য একজন গাইনোকলজিস্ট দেখিয়েছি। আর এমনটা (ডিম্বাণু সংরক্ষণ) করার কথাই ভাবছি।’

অভিনেত্রী বলেন ‘এটা খুবই অদ্ভুত এক অনুভূতি। আপনার বডি ক্লক বলছে- এখন সন্তান নেওয়ার সময়, কিন্তু আপনার মাইন্ড বলছ তোমার তো ইতোমধ্যে এক সন্তান আছে-তোমার ব্র্যান্ড, তোমার বিজনেস, যেটাকে তোমাকে লালন করতে হবে এক শিশুর মতো।’ 

রিয়া যদিও সন্তান নেওয়ার বিষয়টি ভাবছেন, তবে তিনি বিয়ে নিয়ে তাড়াহুড়ো করতে একেবারেই চাইছেন না। 

হিউম্যানস অব বোম্বে-কে দেওয়া আগের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চাইলে ৪০ এর কোঠায় গিয়ে বিয়ে করতেও তার আপত্তি নেই।

রিয়া বলেন— ‘প্রথমত, বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। দ্বিতীয়ত, আমি এখন এমন জায়গায় পৌঁছেছি, এ পর্যায়ে এসে ভাবি যে—‘ বিয়ে করতেই বা হবে কেন?’ কেন বিয়ে করতে হবে? এই চাপ শুধু নারীর ওপরেই কেন? পুরুষরা তো এই চাপ অনুভব করে না। কারণ এটা জীবন ঘড়ির বিষয়। তাছাড়া, যে কেউই ডিম্বাণু সংরক্ষণ করতে পারে। এটা কিছুটা কঠিন, কিন্তু যেহেতু সুযোগ আছে, করা উচিত। আমার বেশিরভাগ বান্ধবীই ৪০–এর কোঠায় গিয়ে বিয়ে করেছে বা সন্তান নিয়েছে। বড় একটি সংখ্যাই সে সময়েই এমনটা করেছে।’

এরপরই জানান, তিনি সামনে আরও কিছু পেশাগত কাজ করতে চান-‘আমার অনেক বন্ধুই আবার ২০–৩০ বছরের মধ্যে এসব (বিয়ে-সন্তান) করে ফেলেছে। কিন্তু যখন দুই দিক তুলনা করি, যারা ৩০–এর শেষ বা ৪০–এ এসে করেছে—তাদের দিকটাই বেশি লাভজনক মনে হয়। আমার প্রস অ্যান্ড কনস এক্সেল শিটে, ৪০–এর জয়। আমার বয়স এখন ৩৩, আমি এখনো প্রস্তুত নই, কারণ আমি পেশাগত জীবনে আরও অনেক কিছু করতে চাই।’