Image description

নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরও জেলা প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ‘পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা’ বর্জন করেছেন কিশোরগঞ্জের স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।

সভায় উপস্থিত সাংবাদিকরা জানান, সভার সময় নির্ধারণ করা হয়েছিল বিকেল ৪টা। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিকরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হন। তবে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ফৌজিয়া খান সভায় যোগ দেননি। এ সময় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরে জানা যায়, জেলা প্রশাসক কয়েকজন কর্মকর্তাকে নিয়ে নিজ কক্ষে বৈঠকে ব্যস্ত রয়েছেন। বিষয়টি জানতে সাংবাদিকরা জেলা প্রশাসকের কক্ষে প্রবেশের চেষ্টা করলে অফিস সহকারীরা বাধা দেন। এর কিছুক্ষণ পর অন্য দরজা দিয়ে সরাসরি সম্মেলন কক্ষে প্রবেশ করেন জেলা প্রশাসক।

উপস্থিত অতিথি ও সাংবাদিকরা বলেন, জেলা প্রশাসকের মতো একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অনভিপ্রেত। সময়ের প্রতি গুরুত্ব না দিলে প্রশাসনিক শৃঙ্খলা কীভাবে বজায় থাকবে সেই প্রশ্নও তোলেন তারা।

পরে জেলা প্রশাসক বৈঠক কক্ষে এলে সাংবাদিকরা দেরির কারণ জানতে চান। কিন্তু তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। বরং জানান, সাংবাদিকরা বাইরে অপেক্ষা করছেন এ কথা তিনি জানতেন না।