শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী (১৭ নভেম্বর) সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে।
বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরসংলগ্ন একটি এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাজধানীতে উদ্বেগ ছড়িয়েছে। এ ছাড়া একই ইস্যুতে গত কয়েকদিন ধরে সেখানে রাজনৈতিক সহিংসতা চলছে।
জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ছাত্র বিক্ষোভে সহিংস দমন-পীড়নের অভিযোগে মামলা দায়ের হয়। বর্তমানে তার অনুপস্থিতেই চলছে মামলার বিচারকাজ। গত ৫ আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করছেন।
এ রায় ঘোষণার আগেই সম্প্রতি ঢাকায় হামলার ঘটনা বেড়ে গেছে। শুধু ১২ নভেম্বরই ৩২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া রাজধানীসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে।
এ ধরনের বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে পুলিশ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীজুড়ে চেকপোস্টগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে।




Comments