Image description

যারা সহিংসতা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা তৃতীয় পক্ষ বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদসহ প্রতিটি হত্যার তদন্তে (ফরেনসিক) প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া হবে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ের নিজকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, 'সরকার ক্ষতিগ্রস্ত, পুরো দেশ ক্ষতিগ্রস্ত... হয়তো ফায়দা নিচ্ছে তৃতীয় পক্ষ...প্রতিটি দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে.... প্রতিটি প্রাণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের সুযোগ থাকলে.. আমরা যদি সময়ের পেছনে ফিরে যেতে পারতাম তাহলে প্রতিটি মৃত্যুকে রুখে দিতাম।  

হতাহতের ঘটনায় নিন্দা এবং গভীর দুঃখ প্রকাশ করে মোহাম্মদ আলী আরাফাত বলেন, শিক্ষার্থীদের আবেগকে শ্রদ্ধা করে সরকার। এখনও যারা মাঠে আছে, তাদের আবেগ নিয়েও শ্রদ্ধাশীল সরকার। তবে সতর্ক থাকতে হবে আবার যেন তৃতীয় পক্ষ সুযোগ না নেয়।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদসহ প্রতিটি হত্যার তদন্তে (ফরেনসিক) প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি হতাহতের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে অধিকতর তদন্তের জন্য।