
মধ্যম আয়ের দেশে উন্নীত হলে দেশের জন্য ভালোই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘সিপিডির বক্তব্যের জন্য আমরা একমত না। এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশের জন্য ভালো কিছুই হবে বলে মনে করে সরকার।’
গ্যাসের সরবরাহ বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘নতুন দুটি কূপ খননের জন্য শীঘ্রই চুক্তি হবে। আলোচনা চলছে। খুব দ্রুত গ্যাস সংক্রান্ত সব সমস্যার সমাধান আশা করছি।’
শফিকুল আলম বলেন, ‘বাজার তদারকি বৃদ্ধি, অনেক পণ্যের ট্যারিফ কমানো, পণ্যের সরবরাহ বৃদ্ধি, স্থানীয় পণ্য বাজারে আসতে যাতে কোন চাঁদাবাজির মুখোমুখি হতে না হয়, এলসি খুলতে ডলারের সাপ্লাই নিশ্চিত করা সরকারের তৎপরতার কারণে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এই দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’
এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘সোমবার সারাদেশের পুলিশের নীতি নির্ধারণী কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তাদের বক্তব্য সরকার প্রধান শুনবেন। তিনিও পরামর্শ দেবেন।’
আগামী ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ পালন হবে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা।’
আজাদ মজুমদার বলেন, ‘তেলের সরবরাহ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। সরবরাহ শীঘ্রই বাড়বে বলে প্রত্যাশা করছি। তাহলে দাম কমবে। চালের সরবরাহ বৃদ্ধিরও চেষ্টা চলছে।’
Comments