আবাসনসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এদিকে আজ শুক্রবার সকাল ১০টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা কাকরাইলে সমাবেশ করবেন। পাশাপাশি জুমার নামাজের পর শুরু হবে গণঅনশন। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন।
দাবি আদায়ের অংশ হিসেবে জবি প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।
এদিকে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে গতকাল বৃহস্পতিবার অচল হয়ে পড়ে রাজধানীর কাকরাইল এলাকা। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীসাধারণ।
আন্দোলনকারীরা দাবি করছেন, তারা কোনো আশ্বাসে ফিরবেন না। দাবি বাস্তবায়ন হলেই আন্দোলন থেকে সরে আসবেন। শিক্ষার্থীদের মূল দাবি তিনটি-আবাসন সুবিধা, বৃত্তি চালু, পূর্ণাঙ্গ বাজেট কাঠামোর অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়ন।
বুধবার আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে বলেন, সরকার আন্তরিক হলে জনদুর্ভোগ থাকবে না। আন্দোলনের উদ্দেশ্য জনদুর্ভোগ সৃষ্টি নয়, বরং শিক্ষার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।




Comments