Image description

চট্টগ্রামের সাতকানিয়ার চরতী এলাকায় গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম মো. হারেছ প্রকাশ হারুন (৩০)। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকায় নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে চন্দনাইশ-সাতকানিয়ার সীমান্তবর্তী দ্বীপ চরতী সর্বিরচর এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এসময় গুদামে অবস্থানকারী ১০ জন দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রথমে ৪ জনকে ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে দগ্ধ অপর ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকেও ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত গুদাম মালিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে।