
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নির্বাচনী প্রক্রিয়ায় (পিআর) পদ্ধতির দাবি এবং ন্যাশনাল কাউন্সিল পার্টি (এনসিপি)-র প্রতীক 'শাপলা' নিয়ে চলমান বিতর্ক আসন্ন নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে না।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটুহল মিলনায়তনে 'নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কর্মশালাটি সিবিটিইপি প্রকল্প আয়োজন করে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, "নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা বিদ্যমান আইনেই কাজ করি এবং ভবিষ্যতেও করব। আইনের বাইরে গিয়ে কোনো কাজ করার এখতিয়ার আমাদের নেই।" তিনি জোর দিয়ে বলেন, আইন অনুযায়ীই নির্বাচন কমিশন তাদের সমস্ত নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে এবং ত্রয়োদশ নির্বাচনের জন্য কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত।
এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার আরও জানান, কমিশন নিবিড়ভাবে যাচাই-বাছাই করছে, যাতে অতীতের নির্বাচনে যারা অবৈধ কার্যকলাপে জড়িত ছিলেন, তাদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা যায়।
কর্মশালায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং পুলিশ সুপার রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments