Image description

শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সমাজের সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি নারী ও শিশুদের নিরাপত্তার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান। আজ ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে কথা বলেন এবং উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে কিনা তা জানতে চান। ভক্তরা জানান, তারা শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারছেন। তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে "সহায়তা ডেস্ক" চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ সারাদেশে মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন। জরুরি প্রয়োজনে সহায়তার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল ফ্রি হটলাইন নম্বর ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১০৯ সার্বক্ষণিক চালু রয়েছে। এছাড়া, কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরগুলো হলো: ০১৮২১১৭৬৩, ০১৯২০৯৫০১৫২, ০১৭৪৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, এবং ০১৯৫৮১৯৩২৪১।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের তথ্য সরবরাহের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সমাজের সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, “সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ একসঙ্গে বসবাস করব। আমরা সবাই মিলে এ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের অঙ্গীকার।”

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের এই উদ্যোগ এবং নাগরিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।