
আমেরিকার নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে। শুভেচ্ছা সফরে জাহাজটি এসেছে বলে বুধবার ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
ফেসবুক পোস্টে বলা হয়, পূর্বের মতো আবারো শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড (USS Fitzgerald) আজ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
পোস্টে আরও বলা হয়, এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, ২০২২ সালেও আমেরিকার নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল।
Comments