Image description

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের স্কুল ছাত্রীতে ধর্ষণের অভিযোগে তামিম (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এর আগে, বুধবার রাতে উপজেলার জীবননগর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তামীম ‍উপজেলার গয়েশপুর গ্রামের মামুন হোসেন ঘেনার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস। 

তিনি বলেন, ‘ধর্ষণ মামলা হওয়ার পর থেকে তামিম পলাতক ছিলো। পরবর্তীতে পুলিশ তাকে জীবননগর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

ওসি জানান, উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। ভোক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার থানায় ধর্ষক মামলা দায়ের করেন।