মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা: শ্রম মন্ত্রণালয়

রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এছাড়া, আহত শ্রমিকদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে। বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে একটি সাততলা পোশাক কারখানা এবং একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্ধারকাজে যোগ দেয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ স্বজনরা শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারীর মরদেহ রয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Comments