Image description

রাজশাহীর সিএন্ডবি মোড়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ নিয়ে বিষোদগার ও  কটূক্তিমূলক ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মঙ্গলবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে আরএমপির রাজপাড়া থানায় সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠান। 

গ্রেফতার শেখ মিফতা ফাইজা (১৯) নাটোর সদর থানার দিঘাপাতিয়া গ্রামের মোশারফ হোসেন চপলের মেয়ে। 

জানা গেছে, ২৫ অক্টোবর ফাইজা সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলনকারীদের নিয়ে কটূক্তি ও বিষোদগার করেন। এ সময় তার হাতে শেখ হাসিনার একটি ছবি ছিল। ‘জুলাই আন্দোলন দেশ ধ্বংসের আন্দোলন’ উল্লেখ করে ফেসবুকে লাইভ করেন ফাইজা। জুলাই যোদ্ধাদের প্রতি অবমাননাকর কথাবার্তা বলেন। পরে জয় বাংলা বলে শেষ করেন তার লাইভ। 

ফাইজার এ ফেসবুক লাইভ মুহূর্তের মধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। অনেকেই তা শেয়ার করেন। ফাইজা পরে রিল বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেন। এটিও দেশ-বিদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়। 

এদিকে ২৫ অক্টোবর রাতে তানভীর আহমেদ সুইট নামে এক ব্যক্তি ফাইজার ফেসবুক পোস্টটি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরে আনেন। ডিবি পুলিশ ফাইজার ফেসবুক পেজ বিশ্লেষণ করে জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধা ও রাষ্ট্রের প্রতি বিভিন্ন আপত্তিকর বক্তব্য পান। 

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা জানান, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। 

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (ডিসি) গাজীউর রহমান জানান, ফাইজার ফেসবুক পোস্টটি খুবই আপত্তিকর ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকিমূলক। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।