Image description

ময়মনসিংহের ত্রিশালে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে আকমল হোসেন (৩৮) নামে এক যুবককে আসামি করে মামলা করেছেন। 

এর আগে গত ১৮ অক্টোবর ভোররাতে ভুক্তভোগী গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হয়ে টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়া মাত্র তাকে পেছন থেকে মুখ চেপে বাড়ি থেকে অদূরে একটি ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে আকমল। এ সময় ঘটনা টের পেয়ে ওই গৃহবধূর স্বামী এগিয়ে গেলে আকমল পালিয়ে যান।   

এ বিষয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, অভিযুক্ত আকমল হোসেন একই উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কোম্পানিতে কাজ করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।   

তবে গৃহবধূর ছোট ভাইয়ের দাবি, সপ্তম শ্রেণিতে পড়ুয়া আমার ভাগনিকে প্রায়ই উত্ত্যক্ত করতো আকমল। ঘটনার দিন ভোরে ভাগনির ওড়না গায়ে জড়িয়ে টয়লেটে যান আমার বোন। এ সময় আমার বোনের গায়ে ভাগনির ওড়না দেখে তাকে ভাগনি মনে করে আমার বোনকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় আসামিপক্ষের ভয়ে তারা থানায় যায়নি। তবে আমি ঘটনাটি জানার পর বোনকে নিয়ে থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ মামলা নিয়েছে।