চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে হেলমেট পরা দুই যুবক উপজেলা বিএনপি কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ লিখে পালিয়ে গেছেন। সোমবার দিবাগত রাতে পৌর সদরের কলেজ গেট এলাকায় অবস্থিত বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক অফিসের সামনে আসেন। পরে তারা দেয়ালে লেখালেখি করে দ্রুত পালিয়ে যান। তাদের মুখ হেলমেটে ঢাকা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, দুই যুবক মোটরসাইকেল থামিয়ে দ্রুতগতিতে অফিসের দেয়ালে স্লোগান লিখছেন।
স্থানীয়দের ধারণা, ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক উস্কানি সৃষ্টি করার অংশ হতে পারে।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘ঘটনাটি নিছক দেয়ালে লেখালেখি নয়, এর পেছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে। রাতের অন্ধকারে হেলমেট পরে দু’জন যুবক শুধু উপজেলা কার্যালয়েই নয়, বিএনপি নেতাদের কয়েকটি বাড়ির দেয়ালেও ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ লিখে গেছেন। ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। এলাকায় অশান্তি বা উস্কানি ছড়ানোর একটা চেষ্টা থাকতে পারে।’
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




Comments