Image description

পানি সংকটাপন্ন এলাকার সুষ্ঠু পানি ব্যবস্থাপনা এবং জলাধার বা পানি ধারক স্তরের সুরক্ষায় নির্দিষ্ট সময়ের জন্য উত্তর-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকা ‘পানি সংকটাপন্ন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যথাযথ অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা বা জরিপের ফলাফলের ভিত্তিতে সম্প্রতি এ বিষয়ক সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫টি উপজেলার ৪৭টি ইউনিয়ন ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’, ৪০টি ইউনিয়ন ‘উচ্চ পানি সংকটাপন্ন’ এবং ৬৬টি ইউনিয়ন ‘মধ্যম মাত্রার পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পটিয়া পৌরসভার পাঁচটি মৌজা ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’ এবং তিনটি মৌজা ‘উচ্চ পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নের সাতটি মৌজা ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’, নয়টি ইউনিয়নের ২৭টি মৌজা ‘উচ্চ পানি সংকটাপন্ন এলাকা’ এবং আটটি ইউনিয়নের ৩০টি মৌজা ‘মধ্যম পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।