চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎ সংযোগ ঠিক করার কথা বলে ঘরে ঢুকে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ করেছেন অমিত দাশ অভি নামে এক যুবক। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার লেলাং ইউপির ৭নং ওয়ার্ডের নতুন আশ্রয়ণ প্রকল্প থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত অমিত দাশ অভি (৩৫) একই এলাকার মৃত হৃদয় রঞ্জন দাশের পুত্র।
কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
জানা যায়, গতকাল দুপুরে কিশোরীকে ঘরে রেখে কাজের উদ্দেশ্যে যান মা। অভিযুক্ত অভি বিদ্যুৎ সংযোগ ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী প্রতিবেশীকে জানালে তাদের সহায়তায় এলাকাবাসী অভিকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
কিশোরীর মা বলেন, ধর্ষক অভির স্ত্রীর সঙ্গে আমি সকালে কাজে বের হই। আমার মেয়ে ঘরে ছিল। এ সুযোগে অভি ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করে। আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কামনা করছি এবং ন্যায়বিচার দাবি করছি।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments