Image description

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। এতে তিতাস গ্যাসের আওতাধীন সব এলাকায় আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।