Image description

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আফটারশকের শঙ্কায় রয়েছে সবাই।  

তবে আবহাওয়া দফতর বলছে এটি মধ্যম ধরনের ভূমিকম্প। আপাতত আফটারশকের কোনো শঙ্কা নেই।
 
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর এই ভূমিকম্প অনুভূত হয়।
 
এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, কিছুক্ষণ আগে অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার। যার শক্তি খুব বেশি নয়, কিন্তু অনুভূতি অনেকবেশি। তবে আপাতত আফটারশকের কোনো শঙ্কা নেই।
 
তিনি আরও জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের শঙ্কা থাকে, তবে সব সময় তা তীব্র হয় না।