Image description

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭৭ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে নতুন করে ৫৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা উত্তর সিটি ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২ হাজার ৭৮৪ জন। এর মধ্যে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ (২০,৪৫২ জন), আর মৃত্যুর দিক থেকে শীর্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (১৭২ জন)।