৯১ শতাংশ মানুষের হাতে মোবাইল, সরকারি সিদ্ধান্তে জনমত নিতে ডিজিটাল ফ্রেমওয়ার্ক
দেশের ৯১ শতাংশ মোবাইল ব্যবহারকারীকে সরকারি নীতি নির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ‘ই-পার্টিসিপেশান পলিসি ফ্রেমওয়ার্ক’ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এমআরডিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই রূপরেখা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আইসোশ্যালের চেয়ারপারসন ড. অনন্য রায়হান জানান, শহরাঞ্চলে ৯২ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৯০ শতাংশ মানুষ এখন মোবাইল ব্যবহার করছেন। এই প্রযুক্তি ব্যবহার করে জনগণ যাতে সরকারি সিদ্ধান্তে মতামত দিতে পারেন, সেই লক্ষ্যেই এই ফ্রেমওয়ার্ক।
আইসিটি বিভাগের শীষ হায়দার চৌধুরী বলেন, একসময় ঘরে বিদ্যুৎ বা মোবাইল ছিল না, এখন বস্তিতেও ল্যাপটপ ও স্মার্টফোন পৌঁছে গেছে। এই অগ্রগতিকে কাজে লাগিয়েই এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।




Comments