Image description

খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে ফের এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর জিন্নাহপাড়া এলাকায় সম্রাট কাজী নামে এক যুবককে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। গুলিটি ওই যুবকের হাতে লাগে।

আহত সম্রাট কাজী শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। 

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হন।  নিহতরা হলেন- নগরীর নতুন বাজার এলাকার হাসিব ও বাগমারা এলাকার রাজন।

রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।