Image description

আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাইওয়ে পুলিশের নজরদারিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে মহাসড়কে নিয়ম ভাঙলে জরিমানার বার্তা সরাসরি চলে যাবে গাড়ির মালিকের মোবাইলে। এ লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন মহাসড়কে ১ হাজার ৪০০টি আধুনিক ক্যামেরা বসানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ‘টেকসই উন্নয়নে সড়ক নিরাপত্তা আইন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান এ তথ্য জানান।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘হাইওয়ে পুলিশের নজরদারি ব্যবস্থা এখন অনেক বেশি আধুনিক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে ১ হাজার ৪০০টি ক্যামেরা বসানো হয়েছে, যা সড়কের প্রতিটি অংশের ওপর নজর রাখছে। এসব ক্যামেরা শুধু গাড়ির গতিবেগই নয়, বরং মুভমেন্ট অ্যানালাইসিস, ক্রাউড ডিটেকশন ও সন্দেহজনক আচরণও রিয়েল-টাইমে শনাক্ত করতে সক্ষম।’

ডিজিটাল জরিমানা পদ্ধতি সম্পর্কে তিনি জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যে জরিমানার পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করার লক্ষ্য রয়েছে। নতুন এই ব্যবস্থায় ক্যামেরা কোনো গাড়ির ওভার স্পিড বা ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের মোবাইলে মেসেজ চলে যাবে। ওই বার্তায় উল্লেখ থাকবে- কোথায়, কী কারণে এবং কত টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এখন আর পুলিশের হাতে টাকা দিয়ে জরিমানা পরিশোধের সুযোগ থাকবে না। পুরো প্রক্রিয়াটি হবে ডিজিটাল এবং অনলাইনে নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হবে।’

আদালতে সাক্ষ্য-প্রমাণ প্রসঙ্গে ডিআইজি বলেন, ‘ক্যামেরার ভিডিও ফুটেজ ও টাইম-স্ট্যাম্পড ডেটা আদালতে ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। মানুষের মুখের কথার চেয়ে ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা ও শক্তি অনেক বেশি, যা মামলা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’