ডলারের দরপতন ঠেকাতে দুই মাস পর বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার ১২২ টাকা ২৫ পয়সা দরে ৫৪ মিলিয়ন ডলার কিনেছে আর্থিক খাত নিয়ন্ত্রক সংস্থাটি।
এতে চলতি অর্থবছরের ৩০ নভেম্বর পর্যন্ত ডলার কেনার পরিমাণ দাঁড়াল ২ বিলিয়নেরও বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তঃব্যাংক বাজারে দুই সপ্তাহ আগে ডলারের সর্বনিম্ন দর ছিল ১২২ টাকা ৪৮ পয়সা, যা গত বৃহস্পতিবার নেমে আসে ১২২ টাকা ১৭ পয়সায়।
ব্যাংক কর্মকর্তারা জানান, সরকারি বড় পেমেন্টের চাপ কমে যাওয়ায় ডলারের চাহিদাও কিছুটা কমেছে। এছাড়া বিনিয়োগ না থাকায় মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে।
অন্যদিকে, রেমিট্যান্সের উচ্চ প্রবাহে ব্যাংকগুলোতে চাহিদার চেয়ে ডলারের যোগান বেড়েছে। তাই ডলারের দরের পতন ঠেকাতে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।




Comments