Image description

উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার লন্ডন থেকে রওনা হয়ে তিনি দেশের পথে রয়েছেন বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাহদী আমিন জানান, বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রার পুরো বিষয়টি লন্ডন থেকে সমন্বয় করছেন ডা. জুবাইদা। তিনি আপ্রাণ চেষ্টা করছেন শুক্রবার সকালেই ঢাকায় পৌঁছাতে, যাতে কাতারের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়ার সফরসঙ্গী হতে পারেন।

তবে মাহদী আমিন এও উল্লেখ করেন, যদি ডা. জুবাইদা পৌঁছানোর আগেই এয়ার অ্যাম্বুলেন্সের সিডিউল চূড়ান্ত হয়ে যায়, তবে ব্রিটিশ চিকিৎসক ডা. রিচার্ড বিলের তত্ত্বাবধানে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হতে পারে। ডা. রিচার্ড বিল ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

লন্ডন যাত্রায় বেগম জিয়ার সঙ্গে আরও থাকবেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসক এবং ব্যক্তিগত কর্মকর্তারা। পুরো প্রক্রিয়াটি সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফুসফুস, কিডনি ও হৃদরোগের জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বর্তমানে তিনি নিউমোনিয়াসহ নানা জটিলতায় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দূর থেকেই পরামর্শ দিয়ে আসছেন ডা. জুবাইদা রহমান।