Image description

নড়াইলের কালিয়ায় চিত্রা নদীর তীরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় কয়েকজন জেলে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার পিরোলীস্থান কবরস্থানসংলগ্ন চিত্রা নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় কয়েকজন জেলে। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।