Image description

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের মিটিং, মিছিল, মানববন্ধন বা কর্মসূচির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো—

প্রধান বিচারপতির সরকারি বাসভবন।

বিচারপতি ভবন ও জাজেস কমপ্লেক্স।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট ও জামে মসজিদ গেট।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশপথ।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন সংলগ্ন এলাকা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, সম্প্রতি সুপ্রিম কোর্ট এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা দেখা দেওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দাবি-দাওয়ার নামে যখন-তখন সড়ক অবরোধ করে যাতে জনদুর্ভোগ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।