এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক্তারের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। চিকিৎসা গ্রহণের পর বেগম জিয়া রেসপন্সও করছেন বলেও জানান ডা. জাহিদ।
বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেইটে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
জাহিদ হোসেন বলেন, তিনি (খালেদা জিয়া) আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার, সর্বোচ্চ পর্যায়ে আছেন। একজন সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই তিনি আছেন। বেগম জিয়া চিকিৎসাধানী আছেন এবং এ নিয়ে কোনো গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি গ্রহণ করতে পারছেন। এবং চিকিৎসা নেওয়ার পর সত্যিকার অর্থে রেসপন্স করছেন।
ডা. জাহিদ বলেন, গত শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ক্রটি এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা তাকে আমরা দেশের বাইরে নিতে পারিনি। যাতে উনার স্বাস্থ্যের উন্নতি হয়, সেজন্য মেডিকেল বোর্ড চিকিৎসার পরামর্শ দিয়েছেন। আমরা চেষ্টা করছি, আমরা এগিয়ে যাচ্ছি- যাতে সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে ভালো চিকিৎসা যাতে পেতে পারেন। সেজন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের পরামর্শক্রমে উনার চিকিৎসা অব্যাহত রয়েছে।
ডা. জাহিদ বলেন, আমরা খুবই আশাবাদী যে, তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তীতে হয়তো যেকোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে।




Comments