সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে: জাতিসংঘ মহাসচিব
সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, শান্তিরক্ষীদের ওপর এই ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মহাসচিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গুতেরেস লিখেন, “জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে। জাতিসংঘের কর্মী ও বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, সে কথা আমি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। এ ঘটনার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীর (ইউএনআইএসএফএ) লজিস্টিকস ঘাঁটিতে ড্রোন হামলার জেরে এই হতাহতের ঘটনা ঘটে। মহাসচিব তার বার্তায় আরও উল্লেখ করেন, “এই হামলায় বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত শান্তিরক্ষীদের পরিবার, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমার গভীর সমবেদনা।”
এদিকে, শনিবার বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে যে, আবেই এলাকায় সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এবং বর্তমানে সেখানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘাত চলমান রয়েছে। হামলায় ৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।




Comments