ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্বাক্ষরকৃত চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ ৩ জন সন্দেহযুক্ত ব্যক্তিকে পুলিশের নিকটে হস্তান্তর করেছে র্যাব।
রোববার রাতে র্যাব সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। গত ১২ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই দুষ্কৃতিকারীর একজন চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।




Comments