নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৩০
ভোলার চরফ্যাশন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জিন্নাগড় এলাকায় নির্বাচনী প্রচারণার সময় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়ে চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর মীর শরিফ অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় বিএনপির লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। তাদের হামলায় আমাদের প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল বলেন, ‘জামায়াত-শিবিরের লোকজনই প্রথমে সংঘর্ষে জড়ায়। তাদের হামলায় বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’
এ বিষয়ে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।’




Comments