Image description

বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফ শাহপরীর দ্বীপের দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৮টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে।

ট্রলার দুটির মালিক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক।

এ তথ্য নিশ্চিত করে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, আমার ঘাটের চারটি নৌকাকে আজ সকাল আটটার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় আরকান আর্মি ধাওয়া করে দুইটি নৌকা ধরতে পারে। বাকি দুই নৌকা পালিয়ে আসে। দুই নৌকার মধ্যে ৯ জেলে রয়েছেন। এ ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছেন। 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। 

বিজিবি বলছে, গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমারে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনও ১৫০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।