Image description

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে সারাদেশে গত ৮দিনে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ৫৬ টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার উদ্ধার করা হয়। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে সারাদেশ থেকে গত ৮দিনে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার ও ৫৬ টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার উদ্ধার করা হয়। এই অভিযান পরিচালনা করতে ১৫ হাজার ৬৬২টি চেকপোস্ট বসানো হয়েছে। গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দেশজুড়ে এ অভিযান শুরু হয়।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করে।