Image description

ভাঙচুর ও মব সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এ সময় ইসি সানাউল্লাহ বলেন, ‘দ্রুততম সময়ে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে শিগ্‌গিরই।’ 

ইসি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে শহর কেন্দ্রিক ঘটনার প্রবণতা বেশি। এ ধরনের ঘটনার পরিকল্পনা হচ্ছে বলে জেনেছে ইসি।’

ইসি সানাউল্লাহ আরও বলেন, ‘তফসিলের পর নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে ভালো কাজ হচ্ছে। হাদির অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এগুলো সামনে আসেনি। ওসমান হাদীর মতো আর কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য আমরা সতর্ক থাকি।’

ইসি বলেন, ‘মাঠ কর্মকর্তাদের ন্যায়ানুগ সব কাজের পাশে ইসি দাঁড়াবে। আমরা আর ভাঙচুর, মব দেখতে চাই না। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী যা করা দরকার সব করবে।’