Image description

নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দিঘপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জেসমিন আক্তার উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামের কোবাদ আলীর মেয়ে। গ্রেপ্তারকৃতরা হলেন- নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) এবং শাশুড়ি জোসনা বেগম (৪৫)।

নিহতের বাবা কোবাদ আলী অভিযোগ করেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে উজ্জ্বলের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এ নিয়ে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে শালিস-বৈঠকও হয়েছে।

তিনি আরও জানান, সোমবার দিবাগত রাতভর জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. আ. গণি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীসহ শ্বশুর ও শাশুড়িকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।