সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই সময়ে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে ঐক্যমত্য তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের অগ্রগতি নিয়ে সুশাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা জানান।
ড. দেবপ্রিয় বলেন, দেশের নাগরিকরা এখন অনেক বেশি সচেতন। ভোটপরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যদি ভোটারদের কথা না রাখে, তবে তাদের দেশে থাকা মুশকিল হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে, এটা নির্বাচনের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াবে বলেও জানান তিনি।
সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। এর জন্য বিদ্যমান আইনগুলো বাস্তবায়নের পাশাপাশি প্রার্থীরা আচরণবিধি মানছে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনে নজরদারি জরুরি বলে মনে করেন তারা।




Comments