চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে চার যাত্রী নিহতের ঘটনায় ঘন কুয়াশায় নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ পরিদর্শন শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনায় ৪ জন যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রাথমিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। এছাড়া লঞ্চের মালিকদের তলব করে দায়ী ব্যক্তিদের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও জানান, দুর্ঘটনার প্রেক্ষিতে ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের ৫ জন স্টাফকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নৌনিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি লঞ্চে বাধ্যতামূলকভাবে ফগ লাইট (Fog Light) ও সাইড লাইট স্থাপন এবং নিয়মিত ফিটনেস ও লাইসেন্স তদারকি করার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে লঞ্চ পরিচালনার ক্ষেত্রে সব পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ঢাকাগামী ‘এমভি জাকির সম্রাট-৩’ এবং ঝালকাঠি অভিমুখী ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের এই ঘটনা ঘটে।




Comments