সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমার সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আজ দেশের সব তফসিলি ব্যাংকের শাখা নিয়মিত লেনদেনের জন্য খোলা থাকবে।
তফসিল অনুযায়ী, আগামী সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা তিন দিনের ব্যাংক বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করতে জটিলতার সম্ভাবনা দেখা দেয়। এই সংকট এড়াতেই ইসি ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল।




Comments