Image description

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে থাকবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‌‌‌'ক্যারাভান' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. তৌহিদ হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, আমরা চাই নির্বাচনে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনের সময় কেউ গণ্ডগোল করার সুযোগ না পায়।  

তিনি আরও বলেন, সত্যিকার অর্থে গত ১৫ বছরে দেশে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। এরপর বড় একটি জনগোষ্ঠী, বিশেষ করে যাদের বয়স ৩০ বছরের নিচে, তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ ভোলার বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রম শুরু করে।‌