বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ৭১ জনকে বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে এই আদেশ জারি করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের সই করা এই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২’-এর সংশ্লিষ্ট ধারা এবং ‘রুলস অব বিজনেস ১৯৯৬’ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এসব ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।
তদন্ত ও যাচাই-বাছাই শেষে এই ৭১ জনকে ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাতিল হওয়া তালিকার মধ্যে বেসামরিক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ছাড়াও ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর সদস্যদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখতেই জামুকার সুপারিশে সরকার এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে বাতিল হওয়া এই ব্যক্তিরা এখন থেকে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা পাবেন না।




Comments