Image description

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি সেখানে উপস্থিত হন।

এর আগে দুপুর ১২টার কিছু সময় পর বেগম খালেদা জিয়ার মরদেহবাহী কফিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায়। জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে নিয়ে আসা হয়। আজ দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল মালেক।

এদিন সকাল ৯টা ১৭ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হয়।

প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকাসহ সারা দেশ থেকে লাখো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সমবেত হয়েছেন। এছাড়া ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও এই মহীয়সী নেত্রীর জানাজায় শরিক হতে ঢাকায় এসেছেন।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে চন্দ্রিমা উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর প্রয়াণে আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এছাড়া আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মানবকন্ঠ/আরআই