Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে তাঁর মরদেহ জানাজাস্থলে পৌঁছায়।

প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে জানাজাস্থলে আগেভাগেই উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দুপুর ২টা ৫ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছান। জানাজায় আরও শরিক হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ এবং বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক এই জানাজায় ইমামতি করবেন। কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হওয়ার কথা রয়েছে।

বিপুল জনসমাগম ও জানাজার নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। জানাজা শেষে তাঁকে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করার কথা রয়েছে।

মানবকন্ঠ/আরআই