লাখো মানুষের অংশগ্রহণে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা শুরু হয়।
জানাজায় ইমামতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক।
সাবেক এই প্রধানমন্ত্রীর শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজায় শরিক হয়েছেন।
প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় ঢল নামে সাধারণ মানুষের। দুপুরের আগেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হবে।
মানবকন্ঠ/আরআই




Comments