রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অভূতপূর্ব জনসমুদ্রে সম্পন্ন হয়েছে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে এই জানাজা অনুষ্ঠিত হয়। উপস্থিত জনতা ও সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, এটি বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের সর্ববৃহৎ জানাজা।
জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে। দুপুরের পর মানুষের ঢল মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ান বাজার, শাহবাগ এবং মোহাম্মদপুর পর্যন্ত বিস্তৃত হয়। মূল জানাজাস্থলে জায়গা না পেয়ে সাধারণ মানুষ যে যেখানে পেরেছেন—রাস্তায়, ফুটপাতে কিংবা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়েই জানাজায় শরিক হয়েছেন।
এই শোকাতুর জমায়েতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধানগণ, দেশি-বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব ও কূটনীতিকসহ লাখো সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে সর্বস্তরের মানুষের চোখের জলে বিদায় জানানো হয় এই মহীয়সী নেত্রীকে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই জানাজা এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
মানবকন্ঠ/আরআই




Comments