আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের হার দ্রুত বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১১ লাখ ৮৩ হাজার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ইসির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৪৫৪ জনে। এই সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
ইসি জানিয়েছে, যারা এই অ্যাপের মাধ্যমে সফলভাবে নিবন্ধন করবেন, তাদের দেওয়া ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থী বা বিষয়ে ভোট দিয়ে ব্যালটটি একটি ফিরতি খামে ভরে পুনরায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযোগে পাঠিয়ে দেবেন।
প্রবাসী ও দেশীয় ভোটারদের সুবিধার্থে বিশ্বের বিভিন্ন দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে। তালিকায় রয়েছে—যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশসমূহ। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশ থেকেই প্রবাসীরা বিপুল উৎসাহে নিবন্ধন করছেন।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। যারা সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না বা প্রবাসে অবস্থান করছেন, তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই পোস্টাল ব্যালটের ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিবন্ধনের জন্য হাতে আর মাত্র কয়েক দিন সময় থাকায় প্রবাসীদের মধ্যে আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে নির্বাচন কমিশন। আগ্রহী ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যে ইসির নির্দিষ্ট পোর্টালে গিয়ে তাদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
মানবকন্ঠ/আরআই




Comments