Image description

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সশরীরে উপস্থিত হয়ে তিনি বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং সেখানে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।

রাজনাথ সিং আজ দুপুর নাগাদ বাংলাদেশ মিশনে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। এরপর তিনি খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করে বার্তা লেখেন।

শোক বইতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী লেখেন, "সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।"

হাইকমিশন সফর শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ একটি পোস্ট দেন রাজনাথ সিং। সেখানে তিনি লেখেন, "নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছি এবং শোক বইতে স্বাক্ষর করেছি। তাঁর শোকাতুর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা।"

এটি ছিল দিল্লির বাংলাদেশ মিশনে রাজনাথ সিংয়ের দ্বিতীয় সফর। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি হাইকমিশনে উপস্থিত হয়েছিলেন। বেগম জিয়ার প্রয়াণে ভারতের একজন সিনিয়র মন্ত্রীর এভাবে সশরীরে উপস্থিত হওয়াকে দুই দেশের বিদ্যমান কূটনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ঢাকার জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। তাঁর প্রয়াণে দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করছেন।

মানবকন্ঠ/আরআই